স্ত্রী ২ ছবিটির জনপ্রিয় গান আজ কী রাত -এর কোরিওগ্রাফি করেছেন তিনি, সেই জনপ্রিয় কোরিওগ্রাফার জানির নামে সম্প্রতি যৌন নিগ্রহের অভিযোগ ওঠে। তিনি নাকি গত ৬ বছর ধরে তাঁর সহকারীর যৌন হেনস্থা করে যাচ্ছিলেন। এবার নিজেই নিজের অপরাধ স্বীকার করেন। ক্ষমাও চান।
কী ঘটেছে?
রিপোর্ট অনুযায়ী জানি মাস্টার তাঁর সহকারীকে গত ৬ বছর ধরে যৌন নিগ্রহ করে চলেছিলেন। বর্তমানে সেই মেয়েটির ২১ বছর বয়স। কিন্তু তিনি যখন কিশোরী ছিলেন তখন থেকেই তিনি জানির যৌন লালসার শিকার। তিনি সম্প্রতি এই ঘটনার বিরুদ্ধে মুখ খুলেছেন এবং একটি অভিযোগ দায়ের করেছেন। তেলেঙ্গানার পুলিশ গ্রেফতার করেছেন জানিকে। ঘটনাটা জানাজানি হতে তামিল এবং তেলুগু ইন্ডাস্ট্রিতে সমালোচনার ঢেউ উঠেছে। রিপাবলিকের একটি রিপোর্টে জানানো হয়েছে অভিযুক্ত তাঁর দোষ স্বীকার করেছেন।
আপাতত আজ কী রাতের কোরিওগ্রাফারের ১৪ দিনের জেল কাস্টডি হয়েছে বলেই জানা গিয়েছে। তবে দ্য গ্রেট অন্ধ্রর রিপোর্টে জানানো হয়েছে কেসটা অত্যন্ত শক্তিশালী এবং অভিযুক্তর জামিন পাওয়ার চান্স একেবারেই কম। পুলিশ কাস্টডি পিটিশন ফাইল করবে বলেও জানা গিয়েছে।
ধর্ষণের জন্য আইপিসি ৩৭৬ , ৫০৬ এবং পোস্কো অ্যাক্টের অধীনে তাঁর নামে কেস রুজু করেছে পুলিশ। তাঁকে আপাতত চার্লাপল্লি জেলে রাখা হয়েছে। এদিন তিনি তাঁর দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন বলেই জানা গিয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর জানি মাস্টারের বিরুদ্ধে এই কেস দায়ের করা হয়েছে হায়দরাবাদে। ২০২০ সালে তাঁরা যখন একসঙ্গে মুম্বই যাচ্ছিলেন তখন ঘটনাটা প্রথমবার ঘটে বলে জানান অভিযোগকারিণী। সেই সময় একাধিকবার সহকারীকে ধর্ষণ করেন জানি। শুধু তাই নয় মুখ না খোলার জন্য রীতিমত শাসানিও দেন তিনি।
আরও পড়ুন: রণবিজয়ের 'ঘর ওয়াপসি'! রোডিজের সঞ্চালনার দায়িত্ব নিয়েই বললেন, 'এটা কেবল একটা শো নয়, এটা আমার...'
এই ঘটনা প্রকাশ্যে আসার পর অভিযুক্তের স্ত্রী জানিয়েছেন তিনি তাঁর স্বামীকে ছেড়ে দেবেন যদি এটা সত্য হয়। যদিও তাঁর দাবি সবটাই নাকি সাজানো। ষড়যন্ত্র করা হয়েছে তাঁর স্বামীর বিরুদ্ধে।