তন্ময় চট্টোপাধ্য়ায়প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একেবারে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। এএকাধিক কেন্দ্রীয় যোজনা, সন্দেশখালির ভাইরাল ভিডিয়োর প্রসঙ্গ উল্লেখ করে তিনি আক্রমণ করেন মোদীকে। একেবারে নজিরবিহীন আক্রমণ করেন মমতা। বীরভূমের বোলপুর কেন্দ্রের প্রচারে গিয়ে মমতা বলেন,' সিবিআই আর আয়কর তো তাদের হাতে। তারা বিচার ব্যবস্থার একটা অংশকে কিনে ফেলেছে। তারা একের পর এক মিথ্যে চার্জ তৈরি করছে। প্রধানমন্ত্রী এখানে এসে সন্দেশখালির জন্য কাঁদলেন। মানুষ ভাবছিল সন্দেশখালির মা বোনেদের জন্য তাঁর হৃদয় হয়তো কাঁদছে। কিন্তু এটা কি ভেবেছেন যে গোটাটা তারা তৈরি করেছিলেন? আপনি কি ভাবতে পারেন এইভাবে সাজানোর জন্য কত টাকা খরচ করা হয়েছিল? 'মমতা কার্যত পরোক্ষভাবে সন্দেশখালির সেই ভিডিয়োর কথা উল্লেখ করতে চান। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। তিনি বলেন, 'টাকা গেলে টাকা আসে, কিন্তু একজন মহিলার সম্মান গেলে সম্মান ফিরে আসে না। বাংলার মায়েদের অপমান করবেন না। আমি আপনাকে সতর্ক করছি। 'তাঁর অভিযোগ কিছু সংবাদপত্র তৃণমূলকে আক্রমণ করার জন্য বিজেপির স্পনসর করা বিজ্ঞাপন ব্যবহার করেছে। তিনি বলেন, 'পিসি-ভাইপো লিখবেন না। আমার নাম আর অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কথা বলবেন। দেখব কত সাহস আপনাদের! এই ধরনের বিজ্ঞাপন দিতে বিজেপির লজ্জা করে না! আপনারা তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত বলেন। আপনারা তো ডাকাত। 'তিনি বলেন, 'আমাদের সত্যিটা বলুন। আপনি কতগুলো বৈদেশিক চুক্তি করেছেন? আমি এতদিন দেশ সম্পর্কিত কিছু বলিনি। কিন্তু এবার বলতে বাধ্য হচ্ছি। কতগুলি প্রতিরক্ষা চুক্তি করেছেন? ….আমাদের কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি কোনও বরাত পায় না। ' মমতা বলেন, 'আপনার হিংসে হচ্ছে কারণ তৃণমূলই একমাত্র সততার সঙ্গে কাজ করে। সত্য বলতে সাহস লাগে। প্রধানমন্ত্রী আপনি জানেন যে প্রাক্তন এমপি হিসাবে আমি পেনশন নিই না। আমি মুখ্য়মন্ত্রী হিসাবে বেতন নিই না। সেই মানুষকে আপনি চোর বলছেন। একদিন মানুষ আপনার জিভ টেনে ধরবে। মিথ্যে বলার জন্য ভগবান আপনার জিভ কেটে নেবে। আপনারা চোরেদের দল। আপনি দেশ বেচে দিয়েছেন, মানুষ, ধর্ম, সংবিধান, কয়লা খনি সব …''মোদী বাবু আপনার দল মিথ্যে কথা বলায় সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। ফেক ভিডিয়ো বানানোতে, মানুষকে ভুল পথে পরিচালিত করার ক্ষেত্রে।' বললেন মমতা।