অন-ফিল্ড আম্পায়ার সিদ্ধান্ত ছিল নট আউট, এমনকি বোলারও ভেবেছিলেন আউট নয়। আউট নিয়ে বোলার আত্মবিশ্বাসী ছিলেন না। তবে টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক সঞ্জু স্যামসন নিশ্চিত করেন যে এটি আউট। সঞ্জুর আবদারে রিভিউ নেন সূর্যকুমার যাদব। অধিনায়ককে হতাশ করেননি টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক সঞ্জু স্যামসন। সকলকে অবাক করে নট আউটের সিদ্ধান্ত বদলে গিয়ে আউট হয়ে যায়।
সঞ্জু স্যামসনের উপস্থিত বুদ্ধি এবং দুর্দান্ত উইকেটকিপিং ইংল্যান্ড অধিনায়ক জোস বাটলারের মূল্যবান উইকেটটি টিম ইন্ডিয়ার ঝুলিতে এনে দিল। জানুয়ারি ২৮ (মঙ্গলবার) রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই গুরুত্বপূর্ণ অবাক করা মুহূর্তটি দেখা গেল।
আরও পড়ুন… দিল্লিওয়ালে হও, দম দেখাও: ম্যাচে নামার আগেই দলের তরুণদের নিজের স্টাইলে তাতালেন বিরাট কোহলি
জোস বাটলার যখন বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে রিভার্স সুইপ খেলতে গেলেন, তখন ঠিকমতো ব্যাটে-বলে সংযোগ করতে পারলেন না ইংল্যান্ডের অধিনায়ক। স্টান্স বদলের কারণে সামনের দিকের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হলেও স্যামসন ঠাণ্ডা মাথায় বলটি ধরে ফেলেন। সেই সময়ে আউটের আবেদন করতে থাকেন সঞ্জু। অন-ফিল্ড আম্পায়ার আউট দেননি, এমনকি বোলার বরুণ চক্রবর্তীও আপিল করার সময়ে খুব বেশি আত্মবিশ্বাসী ছিলেন না।
আরও পড়ুন… ফের ICC মহিলা চ্যাম্পিয়নশিপ জিতল অস্ট্রেলিয়া, অ্যালিসা হিলির নজর এখন বিশ্বকাপের দিকে
তবে সঞ্জু স্যামসনের জোরালো আবেদন করতে থাকেন। এরপরে সঞ্জু ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে রিভিউ নেওয়ার অনুরোধে করতে থাকেন। এরপর দেখা যায়, এটি ছিল সিরিজের অন্যতম সেরা ক্যাচ। আল্ট্রা এজ প্রযুক্তিতে স্পষ্টভাবে দেখা যায় যে জোস বাটলারের ব্যাটের কানায় সামান্য সংযোগ হয়েছিল।
আরও পড়ুন… Sir Garfield Sobers Award: সেরা টেস্ট ক্রিকেটারের পরে এবার ২০২৪ সালের বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেলেন বুমরাহ
ফলে ২৪ বলে ২২ রান করা জোস বাটলারকে প্যাভিলিয়নে ফিরতে হয় এবং বেন ডাকেটের সঙ্গে তার ৭৬ রানের দ্বিতীয় উইকেট জুটি ভেঙে যায়। কমেন্ট্রি বক্সে সুনীল গাভাসকর তার সহ-কমেন্টেটর কেভিন পিটারসেনকে ‘শার্লক হোমস’ বলে সম্বোধন করেন। কারণ ডিআরএস নেওয়ার সময় বাটলারের চোখে কিছুটা অস্বস্তির ছাপ দেখে পিটারসেন অনুমান করেছিলেন যে তিনি সত্যিই বল ছুঁয়েছিলেন।
কেভিন পিটারসেন বলেছিলেন, বাটলারের চোখের ভাষায় ছিল আত্মবিশ্বাসের অভাব, যা তার অপরাধ বোধের অনুভূতি প্রকাশ করেছিল। আর ঠিক সেটাই পরে আল্ট্রা এজ প্রযুক্তির মাধ্যমে প্রমাণিত হয়। ঘটনাটি ঘটেছিল ম্যাচের ৮.৬ ওভারে। ২২ বলে ২৪ রান করে আউট হন বাটলার। ৮৩ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড।