বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে দুরন্ত ব্যাটিং করলেন তামিম ইকবাল। রবিবার প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে চট্টগ্রাম এবং বরিশাল। ব্যাট করার সময় ৫৪ বলে ৯১ রানের দুরন্ত ইনিংস খেলেন তামিম। শুরুটা অবশ্য ধীরেই করেছিলেন তিনি। প্রথম ২০ বলে করেছিলেন ২১ রান। এরপরেই গিয়ার বদলে মারমুখী হয়ে ওঠেন। ৩৭ বলে সম্পন্ন করেন নিজের হাফ সেঞ্চুরি। কপাল সহায় থাকলে তামিম আজ তাঁর নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের পঞ্চম শতরানটি পেয়ে যেতেই পারতেন। তাঁর এই দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে বরিশালকে জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্যমাত্রা দেয় চট্টগ্রাম। তবে দিনটা ভালো ছিল না শান্তর জন্য।
আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। যেই কারণে বাংলাদেশের জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। তবে চোট সারিয়ে গতকাল থেকে রাজশাহির হয়ে জাতীয় ক্রিকেট লিগ খেলা শুরু করেন। শনিবার বরিশালের বিরুদ্ধে ৮০ রান করলেও এদিন ব্যাট হাতে ব্যর্থ হন নাজমুল। রবিবার রংপুরের বিরুদ্ধে খেলা ছিল। মাত্র ৬ রান করে আউট হয়ে যান তিনি। আউট হয়েছিলেন আজব কায়দায়। মুকিদুল ইসলামের লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়েছিলেন। কিছুটা নিচু হয়ে আসায় বল ব্যাটে লাগাতে ব্যর্থ হন শান্ত, সরাসরি বোল্ড হয়ে যান। আউট হওয়ার মুহূর্তে ভারসাম্য হারিয়ে ক্রিজে পড়েও যান তিনি।
এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল রাজশাহি। প্রথমে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে ১৮৯ রান তুলেছিল তারা। জবাবে ব্যাট করতে নেমে রংপুর ভালো শুরু করে। তাদের দুই ওপেনার তানভীর হায়দার (৪৫ বলে ৭১) ও অধিনায়ক আকবর আলির (২৯ বলে অপরাজিত ৬৮) দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই জয় পায় রংপুর। তারা ১৯০ রানের লক্ষ্য টপকে যায় ৭ উইকেট ও ১২ বল হাতে রেখে। ২০২০ সালে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো আকবরের এটাই স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম হাফ সেঞ্চুরি। সিলেট আউটার স্টেডিয়ামে হওয়া দিনের অন্য ম্যাচে ঢাকা বিভাগকে ১৯ রানে পরাজিত করেছে ঢাকা মহানগর।