বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হার বাঁচানোর লড়াই লড়ছে ভারতীয় দল। তৃতীয় দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ২৩১, ব্যাটিং করছেন সরফরাজ খান। দিনের শেষ বলে আউট হন বিরাট কোহলি। তিনি ৭০ রান করে ফেরেন সাজঘরে। এদিন নিজের চেনা ছন্দেই দেখাচ্ছিল কোহলিকে, কিন্তু আবারও সেই স্পিন বোলিংয়েই আউট হলেন বিরাট।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বিরাট কোহলি এবং সরফরাজ খানের ব্যাটে ভর দিয়ে ঘুরে দাঁড়াচ্ছিল টিম ইন্ডিয়া। তবে তৃতীয় দিনের শেষে বিরাট কোহলি আউট হতেই কার্যত চাপ বেড়ে গেল রোহিত শর্মার। রক্তচাপ বাড়তে বাধ্য গৌতম গম্ভীরেরও। কারণ এই টেস্ট ভারতের যথেষ্ট গুরুত্বপূর্ণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য।
আরও পড়ুন-শেষ টেস্ট খেলতে দেশে ফেরেননি শাকিব! পরিবর্তে মুরাদের নাম ঘোষণা বাংলাদেশ বোর্ডের
ভারতীয় ইনিংসের ৪৯তম ওভারের শেষ বলে গ্লেন ফিলিপসের বলে কিছুটা ডিফেন্সিভ শট খেলতে গিয়েই আউট হলেন কোহলি। ধরা দিলেন পিছনে উইকেট কিপারের হাতে। একদম সামান্য এজ দেখা যায়, বিরাট কোহলি ডিআরএস নিলে। ব্যাটের কানায় বল লাগলেও বিরাট ঠিক বুঝতে পারেননি আদৌ এজ ছিল কিনা। এরপরই হতাশার চিত্র ধরা পড়ে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে।
আরও পড়ুন-IPL 2025: রাহুলে মোহভঙ্গ লখনউয়ের, RR-কে দুষে দল ছাড়তে চান জুরেল-রিপোর্ট
বিরাটের আউটেই চাপ বাড়ল ভারতের-
ভারতীয় দলের ড্রেসিং রুমে একটা স্বস্তি ছিল যতক্ষণ বিরাট কোহলি উইকেটে ছিলেন। তিনি রান পাননি ধারাবাহিকভাবে, প্রথম ইনিংসে করেছিলেন ০। ফলে রানে ফেরার খিদেটা যে তাঁর মধ্যে ব্যাপক রয়েছে সেটাও বোঝা যাচ্ছিল। এমনিতে অধিকাংশ শটই কোহলি খেলছিলেন ফ্রন্টফুটে গিয়ে, তবে গ্লেন ফিলিপসের শেষ বলেই যেন কিছুটা ফোকাস নষ্ট হল কোহলির, আর তাতেই তিনি ফিরলেন সাজঘরে। বিপদ বেড়ে গেল ভারতীয় দলেরও।
আরও পড়ুন-তৃতীয় দিনের শেষ বলে আউট বিরাট! রিভিউ নিয়েও হল না শেষরক্ষা! কপালের দোষে আউট রোহিতও…
বিরাটের আউটে হতাশ রোহিত-গম্ভীর…
বিরাট কোহলির লাস্ট বলে আউট হওয়া দেখে রোহিত শর্মা ড্রেসিং রুমে বসে পরিষ্কারভাবেই নিজের হতাশা স্পষ্ট করলেন। ওপরের দিকে তাকিয়ে কিছু বলতেও গেলেন। কারণ রোহিত যেমন দুর্ভাগ্যজনকভাবে অর্ধশতরান করার পর প্লে ডাউন হয়ে আউট হয়ে গেছিলেন, তেমন বিরাট কোহলিও খুব বাজে সময় আউট হলেন। গৌতম গম্ভীরেরও শরীরি ভাষায় ধরা দিল হতাশার ছাপ।