মেগা নিলামে নাম নেই। কিন্তু মিনি নিলামে নাম দিয়ে কোটি-কোটি টাকা লুটে নিয়ে যাওয়ার দিন শেষ হয়ে গেল। ২০২৫-২৭ সালের আইপিএলের নিয়ম ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে যে কোনও বিদেশি খেলোয়াড় যদি মেগা নিলামে নিজের নাম নথিভুক্ত না করেন, তাহলে পরের বছরের নিলামে নাম দিতে পারবেন না। অর্থাৎ গত কয়েক বছরের ট্রেন্ড থেকে শিক্ষা নিয়ে ভারতীয় বোর্ডের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হল যে আইপিএলে খেলতে হলে মেগা নিলামে নাম লেখাতে হবে। নাহলে এক বছরের ‘ব্যান’-র মুখে পড়তে হবে।
১ বছরের ব্যান, স্পষ্ট বার্তা BCCI-র
শনিবার বেঙ্গালুরুতে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকের পরে ভারতীয় বোর্ডের তরফে বলা হয়েছে, ‘যে কোনও বিদেশি খেলোয়াড়কে বড় নিলামের (মেগা নিলাম) জন্য নাম নথিভুক্ত করতে হবে। যদি কোনও বিদেশি খেলোয়াড় (বড় নিলামে) নিজের নাম নথিভুক্ত না করেন, তাহলে পরবর্তী বছরের নিলামেও নাম নথিভুক্ত করতে পারবেন না।’
ট্রেন্ড থেকে শিক্ষা BCCI-র
তবে ঠিক কী কারণে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে ভারতীয় বোর্ডের তরফে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট মহলের অবশ্য এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে গত কয়েক বছরের ট্রেন্ড থেকেই শিক্ষা নিয়ে এমন নিয়ম চালু করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ গত কয়েক বছরে একাধিক বিদেশি খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তাঁরা ইচ্ছা করে মেগা নিলামে নাম দেন না। পরবর্তীতে মিনি নিলামে নাম দিয়ে কোটি-কোটি টাকা কামিয়ে নিয়ে চলে যান।
বিশেষত ২০২৪ সালের আইপিএলের আগে যে মিনি নিলামের আসর বসেছিল, সেইসময় ওই বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। কারণ সেই মিনি নিলামে ২৪.৭৫ কোটি টাকার চুক্তি পকেটে পুরেছিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। তাঁরই সতীর্থ প্যাট কামিন্স আবার ২০.৫ কোটি টাকার চুক্তি পকেটে পুরেছিলেন। ইংল্যান্ডের স্যাম কারানের হাতে এসেছিল ১৮.৫ কোটি টাকার চুক্তি।
সেই রেকর্ড নিলামের পরে বিশেষজ্ঞদের একাংশ দাবি করেছিলেন যে নিয়মের ফাঁক গলে একশ্রেণির বিদেশি ক্রিকেটাররা মিনি নিলামে নাম লিখিয়ে কোটি-কোটি টাকা নিয়ে চলে যাচ্ছেন। আর এবার সেই ফাঁকটা কিছুটা ভরাট করে দিল বিসিসিআই।
আরও পড়ুন: আমি কতটা ভালো সেটা দেখাতে চাই- ENG vs IND Test সিরিজের আগে আগরকরদের বার্তা দিলেন চাহাল