চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই ক্লাব ক্রিকেটে দুর্দান্ত এক নজির গড়লেন ব্র্যাডলি ও'ডেল। এমন এক রেকর্ড গড়েন তিনি, যা ছোঁয়া সম্ভব হলেও ভাঙা যাবে না কোনওভাবেই। বিশ্বের গুটিকয়েক বোলারের রয়েছে এমন নজির। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত মাত্র ৩ জন ক্রিকেটার এই রেকর্ড গড়তে পেরেছেন।
আসলে ব্র্যাডলি এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার বিরল নজির গড়েন। উল্লেখযোগ্য বিষয় হল, এমন অবাক কীর্তি গড়ার সময় ব্র্যাডলির বয়স ছাড়িয়েছে ৬৫ বছর। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। সেই নিরিখে সব থেকে বেশি বয়সে ইনিংসে ১০ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েন ও'ডেল।
রবিবার নিউক্যাসল সিটি ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নেমে এমন কীর্তি গড়েন ব্র্যাডলি। ফোর্থ গ্রেড ক্রিকেট ম্যাচে নিউক্যাসল সিটির প্রতিপক্ষ ছিল ওয়ালসএন্ড ড্রিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাব। ও'ডেলের ঘূর্ণিতে আত্মসমর্পণ করেন ওয়ালসএন্ড ড্রিস্ট্রিক্টের ১০ ব্যাটার। সেই ইনিংসে ১৩.৪ ওভার বল করে মাত্র ২০ রানের বিনিময়ে ১০টি উইকেট সংগ্রহ করেন ও'ডেল। উল্লেখযোগ্য বিষয় হল, এই ইনিংসে ব্যক্তিগত হ্যাটট্রিকও করেন ব্র্যাডলি, অর্থাৎ পরপর ৩ বলে ৩টি উইকেট নেওয়ারও নজির গড়েন তিনি।
এমন অসাধরণ নজির গড়ার পরে নিজের অনুভূতির কথা জানিয়েছেন ব্র্যাডলি। তিনি বলেন, ‘আমি আগে কখনও এমনটা করতে পারিনি। তাই নিজের কৃতিত্বে যারপরনাই খুশি। সতীর্থরা সবাই মিলে আমাকে জড়িয়ে ধরে। সবাই অভিনন্দন জানায়। মুহূর্তটা সত্যিই অসাধারণ ছিল।’
টেস্ট ক্রিকেটে কাদের রয়েছে এই নজির
টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত মাত্র তিনজন বোলার এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়েছেন। ১৯৫৬ সালে ম্যাঞ্চেস্টারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট নেন ইংল্যান্ডের জিম লেকার। ১৯৯৯ সালে দিল্লিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ইনিংসে ১০ উইকেট দখল করেন ভারতের অনিল কুম্বলে। ২০২১ সালে মুম্বইয়ে ভারতের বিরুদ্ধে টেস্ট ইনিংসে ১০ উইকেট নেন নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল।
কোন কোন ভারতীয় ক্রিকেটারের এই নজির রয়েছে
ক'দিন আগে রঞ্জি ট্রফির মঞ্চে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন হরিয়ানার অংশুল কাম্বোজ। তিনি কেরলের বিরুদ্ধে এমন নজির গড়েন। অনিল কুম্বলে ও অংশুল কাম্বোজ ছাড়া ভারতীয়দের মধ্যে ফার্স্ট ক্লাস ক্রিকেটের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির রয়েছে সুভাষ গুপ্তে, প্রেমাংশু চট্টোপাধ্যায়, প্রদীপ সুন্দরম ও দেবাশিস মোহান্তির।