বয়স মাত্র ২২, তাতেই আইপিএলে শিরোমণি হয়ে উঠেছে হর্ষিত রানা। বিতর্ক থেকে দুরে থাকার চেষ্টা করলেও বিতর্ক তাঁর পিছনে চলে আসছে। প্রথম ম্যাচে ভুল করেছিলেন আইপিএলে। দলের প্রথম খেলা, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। সিনিয়র ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়ালকে আউট করে প্রথমে সাজঘর দেখিয়ে তাঁকে উদ্দেশ্য করে ফ্লাইং কিস ছুঁড়ে দিয়েছিলেন হর্ষিত রানা । ফল পেতেও খুব বেশি দেরি হয়নি। কয়েক ঘন্টার মধ্যেই খবর আসে কোড অফ কন্ডাক্ট অর্থাৎ নিয়মভঙ্গ করেছে তিনি। সেযাত্রায় ৬০ শতাংশ ম্যাচ ফি জরিমানা হয় এই পেসারের।
এরপর নিজেকে কিছুটা শুধরে নিলেও আবার একই ভুল করতে বসেছিলেন দিল্লির বিপক্ষে। কিন্তু পুরোপুরি না করে, হাফ ভুল করেছিলেন, তাতেও পেয়েছিলেন ফুল শাস্তি। দিল্লির ব্যাটার অভিষক পোড়েলকে আউট করে তাঁকে ফ্লাইং কিস দিতে গিয়েও দেননি রানা। কিন্তু মাঝপথেই থামিয়ে দেওয়া ফ্লাইং কিস সঙ্গে আগ্রাসী সেলিব্রেশন দেখে তাঁকে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয় বিসিসিআইয়ের তরফ থেকে। খেলতে পারেননি গত ম্যাচে।
লখনউ ম্যাচে উইকেট নিয়ে আর একই ভুলের পুনরাবৃত্তি করলেন না রানা। উইকেট তুলে নেওয়ার পর বরং মুখে আঙুল দিয়ে নীরবে সেলিব্রেট করলেন তিনি। তাঁর ফ্লাইস কিস সেলিব্রেশন অবশ্য ইতিমধ্যেই দলের অন্দরে বেশ জনপ্রীয় হয়ে গেছে। সেই নিয়ে হাসি মশকরায় মাতলেন দলের ক্রিকেটাররা। রানাকে দেখলেই তাঁরা বলছেন, একটা ফ্লাইং কিস দেওয়ার জন্য। নির্বাসিত হওয়ার পর দিল্লির এই ক্রিকেটার অবশ্য আর ভুল করার পাত্র নন। লখনউ ম্যাচে মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন ২২ বছর বয়সী এই পেসার।
আরও পড়ুন-IPL 2024- নাইট রাইডার্সের হোটেলে হঠাৎ এরা কারা! গম্ভীর-শ্রেয়সের সঙ্গে দেখা করলেন
এরই মধ্যে ভাইরাল হয়েছে কলকাতা নাইট রাইডার্স দলের এক ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে বিমানে সফররত নীতিশ রানা আরেক রানা অর্থাৎ হর্ষিত রানাকে জিজ্ঞাসা করছেন একটা ফ্লাইং কিস দেবেন নাকি, পত্রপাঠ দিল্লির ছোটভাই হর্ষিত, দাদা নীতিশকে উদ্দেশ্য করে বলছেন, একদমই দেব না।
কলকাতা দল এই মূহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। নীতিশ রানা চোটের জন্য খেলতে পারছেন না। এদিকে হর্ষিত রানা মাত্র ৯ ম্যাচ খেলেই তুলে নিয়েছেন ১৪ উইকেট। কলকাতার পরের ম্যাচ শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষ।