হিন্দি কমেন্ট্রির সমালোচনা করতেই নেটিজেনকে মোক্ষম জবাব দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। ঘটনাটি ঘটেছিল ভারত-পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচকে কেন্দ্র করে। ভারতের ম্যাচ জয়ের পর এক্স হ্যান্ডেলে ব্রডকাস্টার নিখিল নাজ এবং বিক্রান্ত গুপ্তর সঙ্গে ছবি পোস্ট করেন হরভজন। পুরো ইস্যুটা শুরু হয় এক এক্স ইউজারের কমেন্ট থেকে। ওই নেটিজেন বলেন, স্টার স্পোর্টসের হিন্দি কমেন্ট্রি বিশ্বের সবচেয়ে খারাপ জিনিসগুলির মধ্যে একটা।
লেগোলাস নামের ওই ইউজার লিখেছেন, ‘স্টার স্পোর্টসের হিন্দি কমেন্ট্রি এই সুন্দর নীল গ্রহের সবচেয়ে খারাপ বস্তু।’ এরপরেই প্রত্যুত্তর দেন হরভজন। তিনি লেখেন, ‘ওহ, ইংরেজের বাচ্চা! লজ্জা লাগা দরকার, নিজের ভাষা বলে এবং শুনে তো গর্ব হওয়া উচিত।’
চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের আগে বিরাট কোহলিকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছিলেন হরভজন সিং। তিনি নিজের ইউটিউব চ্যানেলে দাবি করেছিলেন, কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ১০০ করবে। ভাজ্জি বলেছিলেন, ‘আমি বড় ভবিষ্যদ্বাণী করছি। কম হবে যদি বিরাট পাকিস্তানের বিরুদ্ধে ১০০ করে? হ্যাঁ, কাল যদি সে সেঞ্চুরি করে, তবে গত চার মাসে কী হয়েছে মানুষ সেটা আর মনে রাখবে না। কাম অন চিকু, পুরো দেশ তোমার পিছনে রয়েছে। আমি আশা করছি তুমি ১০০ করবে। আর সেটা হলে আমি ভাঙড়া নাচব।’
হরভজনের ভবিষ্যদ্বাণী সঠিক প্রমাণিত হয়। বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ১১১ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন। এটি তাঁর ৫১ তম ওডিআই সেঞ্চুরি এবং সর্বমোট ৮২ তম সেঞ্চুরি ছিল। পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেয়েছে ভারত। প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২৪১ রানে অল-আউট হয়ে যায় মহম্মদ রিজওয়ানরা। দুরন্ত বোলিং করেন ভারতের বোলাররা। ৩টি উইকেট পান কুলদীপ যাদব এবং ২টি উইকেট পান হার্দিক পান্ডিয়া। এছাড়াও একটি করে উইকেট পান হর্ষিত রানা, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা।