নিউজিল্যান্ডকে বাগে পেয়েও মীরপুর টেস্টের প্রথম ইনিংসে লিড নিতে পারল না বাংলাদেশ। একা গ্লেন ফিলিপসের পালটা লড়াইয়েই দেওয়ালে পিঠ ঠেকা কিউয়িরা ঘুরে দাঁড়ায়। শেষমেশ বাংলাদেশকে টপকে ছোটখাটো লিড নেয় নিউজিল্যান্ড।
মীরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা প্রথম দিনেই নিজেদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ১৭২ রানে। মুশফিকুর রহিম ৩৫, শাহাদত হোসেন ৩১, মেহেদি হাসান মিরাজ ২০, মাহমুদুল হাসান জয় ১৪, নইম হাসান ১৩ ও শরিফুল ইসলাম ১০ রান করেন।
নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস ৩টি করে উইকেট দখল করেন। ২টি উইকেট নেন আজাজ প্যাটেল। ১টি উইকেট দখল করেন টিম সাউদি। উইকেট পাননি কাইল জেমিসন।
পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৫৫ রান তোলে। বৃষ্টির জন্য টেস্টের দ্বিতীয় দিনের খেলা ভেস্তে যায়। তৃতীয় দিনে তার পর থেকে খেলা শুরু করে নিউজিল্যান্ড একসময় মাত্র ৯৭ রানে ৭ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে পালটা লড়াই শুরু করেন ফিলিপস।
আরও পড়ুন:- ৬,৬,৬,৬: যুবরাজ নন, ২৩ বছর আগে ‘আজকের দিনে’ ওলঙ্গাকে পরপর ৪টি ছক্কা হাঁকান জাহির খান- ভিডিয়ো
নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংস শেষ করে ১৮০ রানে। ফিলিপস ৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৭২ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন। কাইল জেমিসন ২০, ডারিল মিচেল ১৮, টিম সাউদি ১৪, কেন উইলিয়ামসন ১৩ ও ডেভন কনওয়ে ১১ রান করেন।
বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম প্রথম ইনিংসে ৩টি করে উইকেট দখল করেন। ২টি করে উইকেট সংগ্রহ করেন শরিফুল ইসলাম ও নইম হাসান। উইকেট পাননি মোমিনুল হক।
আরও পড়ুন:- কেরিয়ারের শেষ দু'বছর এক চোখে কার্যত দেখতেই পেতেন না, অবাক করা তথ্য সামনে আনলেন ডি'ভিলিয়র্স
প্রথম ইনিংসের নিরিখে ৮ রানের সংক্ষিপ্ত ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে বাংলাদেশ। যদিও দ্বিতীয় ইনিংসেও প্রাথমিক ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয় তাদের। মাত্র ৩৮ রানে টপ অর্ডারের দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় (২) ও নাজমুল হোসেন শান্তর (১৫) উইকেট হারিয়ে বসে তারা।