ঘরের মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে লজ্জাজনক পারফরম্যান্সের সৌজন্যে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ড ও ভারতের কাছে পরপর দুই ম্যাচে শোচনীয় ভাবে হারেন মহম্মদ রিজওয়ানরা। এই নিয়ে সমালোচনার ঝড় বইছে। এর মাঝেই ওডিআই ক্রিকেট থেকে ফখর জামানের অবসরের সিদ্ধান্ত নিয়ে তোলপাড় পাক ক্রিকেট। তবে এই খবর সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছেন ফখর নিজে। শোনা যাচ্ছে, পিসিবি তাঁকে বোঝানোর পর তিনি সিদ্ধান্ত বদলেছেন।
ফখরের অবসর নিয়ে গুজব
পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করেছিল, দলের অভিজ্ঞ ব্যাটসম্যান এবং ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের নায়ক ফখর জামান তাঁর ওডিআই ক্যারিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। এবং বাঁ-হাতি তারকা ব্যাটসম্যান নাকি শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন একথা। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছিল, ৩৪ বছর বয়সী ফখর জামান তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন এবং তাঁদের জানিয়েছেন যে, তিনি ওডিআই ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন। শীঘ্রই তিনি আনুষ্ঠানিক ভাবে একথা ঘোষণা করবেন। শুধু তাই নয়, রিপোর্টে এটাও দাবি করা হয়েছে যে, ফখর পরিবার নিয়ে শীঘ্রই পাকিস্তান ছেড়ে অন্য কোনও দেশে গিয়ে থাকার পরিকল্পনা করছেন।
আরও পড়ুন: হার্দিক, শামির ওয়ালপেপারে কার ছবি আছে জানেন? শ্রেয়স, জাড্ডুর ফোন লিস্টে শেষ কল কার?
ভিত্তিহীন খবর বলে দাবি তারকা ওপেনারের
ওডিআই ক্রিকেট থেকে তাঁর অবসর নিয়ে গুজব রটেছে। এবং এই খবরকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন ফখর জামান। তিনি এখন লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিহ্যাবের মধ্য দিয়ে যাচ্ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে তিনি চোট পেয়ে ছিটকে যান। তার পর থেকে নিজের চোট সারানোর মন দিয়েছেন বলে দাবি ফখরের। এবং তিনি জানিয়েছেন, খুব দ্রুত তিনি চোট সারিয়ে দলে ফিরবেন। জিও নিউজে তিনি বলেছেন, ‘অবসরের খবরের কোনও সত্যতা নেই। আমি পুরোপুরি ফিট হয়ে, শীঘ্রই দলে যোগ দেব।’
পিসিবি বুঝিয়েছে
পিটিআইয়ের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ফখর জামানকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছিল পিসিবি। তার কিছুক্ষণের মধ্যেই জামানের উদ্ধৃতি প্রকাশ্যে এসেছে। ব্যাটসম্যানের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ‘ওঁর সাম্প্রতিক ফিটনেস এবং স্বাস্থ্য সমস্যার কারণে তিনি মূলত বিপর্যস্ত এবং হতাশ হয়ে রয়েছেন। ওঁর কিছু স্বাস্থ্য সমস্যা ছিল, যা ওঁকে শারীরিক ও মানসিক ভাবে প্রভাবিত করেছে এবং ২০২২ সাল থেকে দীর্ঘস্থায়ী হাঁটুর সমস্যারও মোকাবেলা করতে হয়েছে ওঁকে। তিনি শুধু টি-টোয়েন্টি ফরম্যাটে ফোকাস করাই ভালো মনে করছেন।’
আরও পড়ুন: অ্যান্ডারসনকে টপকে ইংল্যান্ডের দ্রুততম ৫০ উইকেটের মালিক এখন জোফ্রা, হল আরও নজির
পিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জামানকে বোঝানো হয় যে, তিনি যেন তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেন। সেই সূত্রের দাবি, ‘কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ওকে বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রথমে পুরোপুরি ফিট এবং সুস্থ হয়ে উঠতে হবে। ফখরকে তার পরে বলা হয়েছে যে, ও ওর ওডিআই ক্যারিয়ারের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তবে হতাশা বা তাড়াহুড়ো করে কিছু যেন না করে।’
বড় দাবি ফখরের
তাঁর চোট সম্পর্কে আরও একটি আপডেট দেওয়া হয়েছে, যেখানে তিনি দাবি করেছেন যে, চিকিৎসক তাঁকে তিন সপ্তাহের মধ্যে প্রশিক্ষণ পুনরায় শুরু করার পরামর্শ দিয়েছেন। জামানের মতে, নিউজিল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তিনি চোট না পেলে, পাকিস্তানের পরিস্থিতি হয়তো অন্য রকম হত। পিসিবি-র শেয়ার করা ভিডিয়োতে ফখর দাবি করেছেন, ‘যদি আমি ওপেন করতাম, পরিস্থিতি অন্যরকম হত। কারণ আপনি যখন বড় লক্ষ্য পান, তখন অনেক কিছু ওপেনারদের উপর নির্ভর করে। দুর্ভাগ্যবশত, আমি পারিনি। কিন্তু আমি চেষ্টা করেছিলাম। আমি আম্পায়ারের কাছে গিয়েছিলাম, কিছু নিয়ম থাকতে পারে কিনা জিজ্ঞেস করতে। কিন্তু তিনি বলেছিলেন যে, কিছুই করা যাবে না। অনেক যন্ত্রণা ছিল, তার পরেও আমি ২৮তম ওভারে ব্যাট করতে গিয়েছিলাম।’
আরও পড়ুন: Champions Trophy-তে সবচেয়ে নিষ্ঠুর এই ভারতীয় দল… কেন এমন বললেন বিশ্বকাপজয়ী কোচ