শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে বল হাতে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। চলতি এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি উইকেট নিয়েছিলেন তিনি। পাশাপাশি ভারতের বিশ্বকাপ দলেও জায়গা করে নিয়েছেন তিনি। ভারতীয় নির্বাচকদের তার উপরে এতটাই আস্থা রয়েছে যে বিশ্বকাপ দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব। ভারত ইতিমধ্যেই চলতি এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। যার পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কুলদীপ যাদবের। এমন আবহে এই চায়নাম্যান স্পিনারের ভূয়সি প্রশংসা করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া।আকাশ চোপড়ার স্পষ্ট বক্তব্য বিশ্বের সেরা স্পিনার কুলদীপ যাদব। তাঁর বোলিংয়ে অজন্তা মেন্ডিস বা রশিদ খানদের মতন আলাদা কোন ‘রহস্য’ নেই। তা সত্ত্বেও প্রতি ম্যাচেই প্রায় নিয়মিতভাবে উইকেট নিয়ে চলেছেন কুলদীপ যাদব। আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে কুলদীপ যাদবকে নিয়ে বলতে গিয়ে বলেন, ‘আমি মনে করি এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বের সেরা স্পিনার কুলদীপ যাদব। আপনি যদি কুলদীপের পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন ওঁর পারফরম্যান্স কতটা ভালো। এককথায় বলতে গেলে ও উইকেট শিকারি একজন বোলার। যে নিয়মিত উইকেট নেয় প্রতি ম্যাচে। আমি সে সব স্পিনারদের কথা বলছি যারা ওয়ানডেতে ১৫০টি উইকেট নিয়েছেন। প্রথম কথা ১৫০টি উইকেট নেওয়া মুখের কথা নয়। এটা একেবারেই ছোট সাম্পেল সাইজ নয় কিন্তু।’আকাশ চোপড়া আরও যোগ করে বলেন, ‘খুব কম সময়ে ওডিআইতে এই উইকেট নিয়েছে ও। মাত্র ৮৫ ইনিংসে এই ১৫০ উইকেট নেওয়ার নজির গড়েছে ও। ও একজন স্পেশাল বোলার। তবে কিছুটা অনন্য ধরনের বোলার ও। ওঁর স্ট্রাইক রেট ৩০.১। আমরা যদি অজন্তা মেন্ডিস বা রশিদ খানদের কথা ধরি তাহলে দেখব ওদের বোলিংয়ে কিন্তু আলাদা রহস্য রয়েছে। সেই রহস্যকে কাজে লাগিয়েই তারা কিন্তু উইকেট পায়। কুলদীপের বোলিংয়ে কিন্তু আলাদা করে কোনও রহস্য নেই। ও সাধারণ লেগ স্পিন বোলিং করে। গুগলি বল করে। আর তার ফাঁদেই ব্যাটারদেরকে জড়িয়ে ফেলার ক্ষমতা রাখে ও।’