Champions Trophy 2025 Three matches abandoned: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কি বিদায় নেবে আফগানিস্তান? এই উত্তর পাওয়ার জন্য ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে সকলের নজর রয়েছে। কারণ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আফগানিস্তানের শেষ গ্রুপ পর্বের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মাত্র ৩০ মিনিটের বৃষ্টিতেই মাঠে জল জমাট বাঁধে, যার ফলে ম্যাচটি বাতিল করা হয়।
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে প্রথমবার একাধিক ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেল। এর ফলে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাটিতে লজ্জার নজির গড়ে উঠেছে। এখনও পর্যন্ত বৃষ্টির কারণে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-র দুটি ম্যাচ ভেস্তে গিয়েছে (একটিও বল খেলা হয়নি)। ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ ও পাকিস্তান বনাম বাংলাদেশের ম্যাচ ভেস্তে গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এর আগে কখনও এমন ছবি দেখা যায়নি।
আরও পড়ুন … WPL 2025: ১৪.৩ ওভারেই ১২৪ তুলে MI-কে ধ্বংস করল DC! দৌড়ে এসে অবিশ্বাস্য ক্যাচ সাদারল্যান্ডের
আবার বৃষ্টিতে কিছুটা খেলা হওয়ার পরে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের ম্যাচ ভেস্তে গিয়েছে। আর সেই ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় ভক্তরা আয়োজক দেশ পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তাদের নবনির্মিত স্টেডিয়ামের মান নিয়ে প্রশ্ন তুলছেন। শুক্রবার ভারতীয় সময়ে রাত ৮টা নাগাদ লাহোরে বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। ধারণা করা হয়েছিল যে খেলা কিছুক্ষণ বিরতির পর আবার শুরু হবে, তবে মাঠকর্মীরা মাঠের বিভিন্ন অংশ থেকে জল সরাতে ব্যর্থ হওয়ায় ভারতীয় সময়ে রাত ৯:২৪-এ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আরও পড়ুন … স্বস্তি ভারতীয় শিবিরে! নেটে ব্যাটিং রোহিতের, শামির ফিটনেস নিয়ে বার্তা রাহুলের
এই ঘটনার পরে ভক্ত এবং ক্রিকেট বিশ্লেষকরা টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) তীব্র সমালোচনা করেন। কারণ, তারা এই টুর্নামেন্টের জন্য করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডির স্টেডিয়ামগুলোর সংস্কারে বিশাল অঙ্কের অর্থ ব্যয় করেছিল। পিটিআই-এর একটি প্রতিবেদন অনুযায়ী, PCB এই স্টেডিয়ামগুলোর আধুনিকীকরণের জন্য প্রায় ১৮ বিলিয়ন পাকিস্তানি রুপি ব্যয় করা হয়েছে।
আরও পড়ুন … CT 2025: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ! সেমিতে অস্ট্রেলিয়া, ভারতের সামনে আফগানরা? কোন অঙ্কে?
ভক্তরা সামাজিক মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (ICC) আহ্বান জানান, যেন ভবিষ্যতে পাকিস্তানকে আর কোনও বড় টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব না দেওয়া হয়।
এই ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে অস্ট্রেলিয়া সরাসরি সেমিফাইনালে চলে যায়। আফগানিস্তানের সেমিফাইনালে যাওয়ার এখনও তাত্ত্বিক সম্ভাবনা রয়েছে, তবে বাস্তবে তারা কার্যত বিদায় নিয়েছে। আফগানিস্তান কেবল তখনই সেমিফাইনালে উঠতে পারবে যদি দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিপক্ষে ৩০১ রান তাড়া করতে নেমে অন্তত ২০৭ রানের ব্যবধানে হেরে যায়। যেটা এক প্রকার অসম্ভব বলেই মনে করা হচ্ছে।