বুধবার থেকে আইসিএসই পরীক্ষা শুরু হয়েছে। কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) দশম শ্রেণির বোর্ড পরীক্ষার প্রথম দিন ইংরেজি পরীক্ষা হল। আর পরীক্ষার শেষে প্রশ্নপত্র নিয়ে সন্তোষপ্রকাশ করল পডুয়ারা। উত্তরপ্রদেশের কানপুরের একটি স্কুলের পড়ুয়া আদ্য মিশ্র বলেছে, 'এবার যে প্রশ্ন করা হয়েছে, তা সার্বিকভাবে আমাদের দক্ষতা যাচাই করেছে।' তাঁদের মতে, এবার যে প্রশ্নপত্র করা হয়েছে, তাতে ভারসাম্য ছিল। লখনউয়ের আরও একটি স্কুলের চার পড়ুয়া জানিয়েছে যে এবার ভালোভাবেই শুরু হল আইসিএসই পরীক্ষা। আগামিদিনেও এরকম পরীক্ষা হবে বলে আশাপ্রকাশ করেছে তারা।
লখনউয়ের লা মার্টিনিয়ার গার্লস কলেজের গৌরী গোয়েল বলেছে, ‘প্রশ্নপত্র সহজ হয়েছিল। কোনও কঠিন প্রশ্ন আসেনি।’ ওই স্কুলেরই এক পড়ুয়া বলেছে, ‘আমার প্রথম বোর্ড পরীক্ষার প্রথম দিনটা ভালোই কেটেছে। প্রশ্নপত্র দেখে নিজেকে আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। যে লেটার, প্রবন্ধ, ইমেল এবং নোটিশ রাইটিং এসেছিল, সেগুলির মাধ্যমে আমি আমার মনোভাব প্রকাশ করতে পেরেছি।’
ওই স্কুলেরই এক পরীক্ষার্থী জায়না বাকরি বলেছেন, 'পরীক্ষা বেশ ভালো হয়েছে। যেরকমভাবে উত্তর দিয়েছি, তাতে আমি খুশি। প্রশ্নপত্র বেশ ভালো ছিল। সহজেই বোঝা যাচ্ছিল প্রশ্ন। কোনও প্রশ্নই কঠিন ছিল না। সকলেই সব প্রশ্ন বুঝতে পারবে। সার্বিকভাবে বেশ ভালো পরীক্ষা হয়েছে।' সেন্ট জোসেফ কলেজের এক সিদ্ধার্থ সিং বলেছে, 'গত বছরের থেকে অনেক সোজা ছিল এবারের ইংরেজির প্রশ্ন। শুধুমাত্র যে প্যাসেজের ক্ষেত্রে সঠিক ক্রিয়াপদ বেছে নেওয়ার প্রশ্ন ছিল, সেটা খানিকটা কঠিন ছিল।'
আরও পড়ুন: HS 2024 Physics Exam Review: উচ্চমাধ্যমিকে ফিজিক্স পরীক্ষার প্রশ্ন কেমন হল? ঘোরানো হয়েছে? জানালেন শিক্ষক
একই মত প্রকাশ করেছেন শিক্ষকরাও। তাঁদের বক্তব্য, এবার আইসিএসইয়ের ইংরেজি পরীক্ষার যা প্রশ্নপত্র এসেছে, তাতে পরীক্ষার্থীরা অত্যন্ত খুশি হয়েছে। তারা সন্তোষপ্রকাশ করেছে। কারণ এবার সহজ প্রশ্ন হয়েছে। যে পড়ুয়ারা ভালোভাবে প্রস্তুতি নিয়েছে, তাদের খুবই ভালো নম্বর উঠবে বলে জানিয়েছেন কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের দশম শ্রেণির শিক্ষকরা।
পশ্চিমবঙ্গে ICSE পরীক্ষার্থীর সংখ্যা
এবার পশ্চিমবঙ্গ থেকে কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের দশম শ্রেণির পরীক্ষা দিচ্ছে প্রায় ৪৩,০০০ পড়ুয়া। গতবার সেই সংখ্যাটা ছিল ৪০,৭৩৬। কলকাতার একাধিক স্কুলের শিক্ষকদের বক্তব্য, এবার বোর্ড পরীক্ষার জন্য প্রশ্নের স্যাম্পেল পাঠিয়ে আসছিল কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশন। ফলে কীভাবে পরীক্ষায় লিখতে হবে, সে বিষয়ে পড়ুয়াদের স্পষ্ট ধারণা আছে।
আরও পড়ুন: Madhyamik: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হাতেগরম ১০ টাকা করে অনুদান, পোর্টাল চালু করবে পর্ষদ, হবে কি এটা দিয়ে?