Crime in Hooghly: দোকানের সামনে একপাটি জুতো দেখে অপরটি খুঁজতে যান বৃদ্ধ, সেই ফাঁকে…দুঃসাহসিক চুরি হুগলিতে
1 মিনিটে পড়ুন Updated: 13 Mar 2025, 09:04 AM ISTজুতোর এক পাটি লুকিয়ে অভিনব কায়দায় হুগলির ওষুধের দোকানে চুরি! কোন এলাকায় ঘটল?
জুতোর এক পাটি লুকিয়ে অভিনব কায়দায় হুগলির ওষুধের দোকানে চুরি! কোন এলাকায় ঘটল?
হুগলির হিন্দমোটরের বিবিস্ট্রিটের একটি ওষুধের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। চোখের নিমেষে দোকানে থাকা বৃদ্ধের চোখে ধুলো দিয়ে ক্যাশবাক্স থেকে নগদ নিয়ে চম্পট দেন এক ব্য়ক্তি। গোটা ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে।
ওই ওষুধের দোকান মনোজ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির। ঘটনার দিন মনোজবাবুর বাবা বিপ্লব মুখোপাধ্যায় আসেন দোকানে। তিনি সেখানে থাকাকালীন আরও এক বর্ষীয়ান ব্যক্তি ওষুধ কিনতে আসেন। যে ওষুধ তিনি চান, সেই ওষুধ তাঁকে দিয়েও দেন মনোজবাবু। এরপর ওই বর্ষীয়ান ব্যক্তি চলে যান। তারপর আসেন আরও এক ব্যক্তি। তিনি দোকানে ওষুধ দেখে কিছু না কিনে চলে যান। এমন বহু ক্রেতাই করে থাকেন, ফলে তাঁকে ঘিরে তখনও কোনও সন্দেহ জাগেনি। এরপরই ঘটল আসল ঘটনা!
( Dol Purnima 2025 Tithi: দোলপূর্ণিমা ২০২৫ আজ কখন থেকে পড়ছে? লক্ষ্মীবারে শুরু তিথি, রইল পঞ্জিকামত)