মতুয়া মহাসঙ্ঘের মামলায় এবার হাইকোর্টের নজরে ট্রাস্টের প্যান কার্ড। সেক্ষেত্রে মহাসঙ্ঘের ট্রাস্টের প্যান কার্ডে কোন মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে এবং কার নামে মোবাইল নম্বরটি রয়েছে? এবার সেই তথ্য জানতে চাইছে কলকাতা হাইকোর্ট। এই অবস্থায় আয়কর দফতরকে এই সমস্ত তথ্য আগামী ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে বলেছে আদালত।
আরও পড়ুন: মতুয়া মহাসঙ্ঘের দায়িত্ব কার হাতে? সিএএ নিয়ে বিতর্কের মাঝে আদলতে শান্তনু ঠাকুর
মমতাবালা ঠাকুরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৩ মার্চ ট্রাস্টের প্যান কার্ড হারিয়ে গিয়েছে। এরপর ২৪ মার্চ থানায় ডায়েরি করা হয়েছে। সেই প্যান কার্ড নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। সেক্ষেত্রে কার প্যান কার্ড ব্যবহার করা হয়েছে? সেই বিষয়টি স্পষ্ট হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিচারপতি। কোনও তথ্য গোপন করা হচ্ছে প্রশ্ন উঠছে। এর পরে মমতাবালার আইনজীবীকে হুঁশিয়ারি দিয়ে হাইকোর্ট বলে সে ক্ষেত্রে প্রয়োজন হলে পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া যেতে পারে অথবা অন্য কোনও সংস্থাকে দিয়ে তদন্ত করতে বলা যেতে পারে।
মমতাবালা ঠাকুরের অভিযোগ, শান্তনু ঠাকুর অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের নাম করে একটি অ্যাকাউন্টে প্রচুর টাকা জমা করছেন। তিনি আরও অভিযোগ করেন, ভুল বুঝিয়ে কার্ড তৈরির নামে এই টাকাও সংগ্রহ করছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই অ্যাকাউন্ট সিল করে দেয়।