পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। ইতিমধ্যেই, পাক নাগরিকদের ভিসা (সার্ক ভিসা এক্সেম্পশন স্কিম) বাতিল করেছে নয়াদিল্লি। কেন্দ্রের সেই নির্দেশের পরেই দেশ জুড়ে শনাক্ত করা হচ্ছে পাক নাগরিকদের। সরকারি তথ্য অনুযায়ী, বাংলায় বর্তমানে রয়েছেন ৬৭ জন পাকিস্তানি নাগরিক। যদিও এই সব পাক নাগরিকদের কাছে দীর্ঘমেয়াদি ভিসা রয়েছে। এই অবস্থায় তাঁদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন: পহেলগাঁও নিয়ে দেশবাসীর 'মনের কথা' পড়লেন মোদী, 'মন কি বাতে' করলেন বড় দাবি
জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যুর পরেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করে পাক নাগরিকদের দেশে পাঠানোর নির্দেশ দেন। এরপরই বিদেশ মন্ত্রক পাকিস্তানের নাগরিকদের যে ভিসা দেওয়া হয়েছিল, তা বাতিলের সিদ্ধান্ত নেয়। পাকিস্তানিদের দেওয়া ভারতের বৈধ ভিসা ২৭ এপ্রিল থেকে বাতিল বলে জানায় কেন্দ্র।
তবে যে পাক নাগরিকেরা মেডিক্যাল ভিসা নিয়ে এ দেশে চিকিৎসা করাতে এসেছেন, তাঁদের ২৯ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তার পরে ওই ভিসা বাতিল হয়ে যাবে। পাশাপাশি, বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের পাকিস্তান সফরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। আর যাঁরা পাকিস্তানে রয়েছেন, তাঁদেরও সে দেশ ছেড়ে চলে আসতে বলা হয়েছে। যদিও বিদেশ মন্ত্রক জানিয়েছে দীর্ঘমেয়াদি ভিসায় থাকা হিন্দু পাকিস্তানি নাগরিকরা এ থেকে অব্যাহতি পাবেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, কলকাতায় দীর্ঘমেয়াদি ভিসায় পাকিস্তানি নাগরিক রয়েছেন ৩০ জন। রাজ্য জুড়ে আরও বিভিন্ন জেলায় আরও ৩৭ জন পাকিস্তানি নাগরিক দীর্ঘমেয়াদি ভিসায় রয়েছেন। এই সব পাক নাগরিকদের তদন্তের আওতায় আনা হয়েছে বলে জানা গিয়েছে।
যদিও কলকাতায় সার্ক ভিসাধারী পাক নাগরিক রয়েছেন কিনা, তা নিশ্চিত করা হয়নি। অথবা কাউকে ফেরত পাঠানো হয়েছে কিনা সে বিষয়েও কিছু জানায়নি। শনিবার একটি বিবৃতি জারি করে কলকাতা পুলিশ জানিয়েছে, কেন্দ্রের নির্দেশিকা এ বিষয়ে অনুসরণ করা হচ্ছে। এছাড়াও, দীর্ঘমেয়াদি ভিসায় রাজ্যে বসবাসকারী ৬৭ জন পাকিস্তানি নাগরিকের বিষয়ে নতুন খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে সীমান্তের ওপারে তাঁরা কাদের সঙ্গে যোগাযোগ করছেন. সাম্প্রতিক অতীতে তারা কোন কোন এলাকায় ভ্রমণে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোলে একটি তালিকা পাঠানো হয়েছে তাতে পাক ভিসা নিয়ে ভারতে থাকা পাকিস্তানিদের পাসপোর্ট নম্বর সহ বিস্তারিত তথ্য রয়েছে। সেই তালিকার ভিত্তিতে তাঁদের শনাক্ত করা শুরু করেছে। এছাড়াও, ভিসার মেয়াদ যাচাই করা হচ্ছে।