ফের শিয়ালদায় সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র সহ যুবকদের আটক করল এসটিএফ। অন্তত পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। তারা কেন অস্ত্র নিয়ে এসেছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। পাঁচজনের কাছ থেকে কয়েকটা অন্তত পাঁচটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের পকেটে মানিব্যাগ ছিল। সূত্রের খবর, স্থানীয় অটো স্ট্যান্ড এলাকায় কয়েকজন যুবক দাঁড়িয়েছিল। তারা হিন্দি ভাষায় কথা বলছিল। এদিকে এসটিএফের কাছে খবর ছিল যে ওখানে অস্ত্র হাতে যুবকরা আসতে পারে। সন্ধ্যে থেকেই এসটিএফের কাছে খবর ছিল যে ওখানে কয়েকজন দুষ্কৃতী জড়ো হতে পারে। এসটিএফ এলাকায় মোতায়েন ছিল। সাদা পোশাকে ছিল তারা। এরপর ওই যুবকরা অটো স্ট্যান্ডের কাছে আসতেই এসটিএফ তাদের ঘিরে ফেলে। যুবকরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসটিএফ পাঁচজনকে ধরে ফেলে। তাদের ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র মিলেছে বলে খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে আটক যুবকরা বিহারের বাসিন্দা। কেন তারা এখানে এসেছিল তা এসটিএফ খতিয়ে দেখছে। এর আগে ২০২৪ সালে ৯ই নভেম্বর অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল শিয়ালদা এলাকাতেই। তার কাছ থেকেও উদ্ধার হয়েছিল অস্ত্র। এদিকে ডাকাতির জন্য তারা জড়ো হয়েছিল কি না সেটা পুলিশ খতিয়ে দেখছে। এর আগে ৫টা আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছিল।