বেতন বৃদ্ধি, মাসে অন্তত ২৬ দিন কাজ-সহ একাধিক দাবিতে বিক্ষোভ আন্দোলন নেমেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয়পরিবহণ নিগমের অস্থায়ী কর্মীরা। আন্দোলনের জেরে বন্ধ মেদিনীপুর এবং দুর্গাপুরের সরকারি বাস পরিষেবা। এই ধর্মঘট আন্দোলন নিয়ে মুখ খুললেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তাঁর বক্তব্য, বাস পরিষেবা সচল রেখে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের রাস্তায় হাঁটুন আন্দোলনকারীরা।আন্দোলনকারীদের দলীয় পতাকা নিয়েই বিক্ষোভ করতে দেখা যায়। এ বিষয়ে জানতে চাওয়া হলে পরিবহণমন্ত্রী বলেন, ‘কেন তাঁরা দলীয় পতাকা নিয়ে আন্দোলন করছেন তা জানি না। তাঁরা আইএনটিটিইউসি-র সঙ্গে যুক্ত কি না তা বলতে পারবেন সংগঠনের রাজ্য সভাপতি। তবে যাঁরাই আন্দোলন করুন না কেন সমস্যার সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে।’পুজোর মুখে এই আন্দোলনের ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আন্দোলনের জেরে দিঘা-কলকাতা রুটে কোনও বাস চলাচল করেনি। পরিবহণমন্ত্রী আন্দোলনকারীদের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেন, ‘পুজোর সময় এই ভাবে বাস বন্ধ করবেন না। বহু মানুষ পুজো উপলক্ষ্যে নানা কাজে নানা জায়গায় যাচ্ছেন। পরিষেবা সচল রেখে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন। বাস পরিষেবা সচল রাখাটা আপানদের দায়িত্বের মধ্যে পড়ে।’যদিও ডিপোর আধিকারিকরা এ নিয়ে কোন কথা বলেননি।