বারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন স্থানীয় সাংসদ অর্জুন সিং। বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে তিনি দাবি করেন, নৈহাটি এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে শেখ শাহজাহান ও তার শাগরেদদের। আর সেই জমি কেনায় তাদের সাহায্য করেছেন পার্থ ভৌমিক। অর্জুনের দাবি, সেজন্যই শাহজাহানকে বাঁচাতে পার্থ ভৌমিককে সন্দেশখালি পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: ওই চোর পরিবারের কাউকে BJP নেবে না, বাবুন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বললেন শুভেন্দু
এদিন অর্জুন দাবি করেন, নৈহাটি এলাকায় শেখ শাহজাহান ও তার ২ অনুগামী শিবু হাজরা ও উত্তম সরদারের বিঘার পর বিঘা জমি রয়েছে। সেই জমি কিনতে তাদের সহযোগিতা করেছিলেন স্থানীয় বিধায়ক পার্থ ভৌমিক। অর্জুন দাবি করেন, সেই জন্যই সন্দেশখালিতে শাহজাহান ও তার অনুগামীদের বাঁচাতে পার্থ ভৌমিককে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অর্জুনের অভিযোগ শুনে হাসতে হাসতে পার্থ ভৌমিক বলেন, ‘আমি কীসে যুক্ত আর কিসে নই এলাকার মানুষ জানে। ওকে সে কথা বলতে হবে না। ও বিজেপিতে যাচ্ছে। তার আগে হাওয়া তৈরি করতে এসব বলছে। কার নামে কোথায় জমি রয়েছে সেটা তো সরকারি ওয়েবসাইট খুললেই দেখা যায়।‘
আরও পড়ুন: শিশুকন্যার যৌনাঙ্গ স্পর্শকে কেন্দ্র করে দুই পরিবারের হাতাহাতি, খুন ব্যক্তি