বাংলাদেশি জঙ্গির রাজ্যের ভোটার তালিকায় নাম রয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পর টনক নড়েছে পুলিশের। জাল পাসপোর্ট চক্রের পর্দাফাঁস করতে ময়দানে নেমেছে গোয়েন্দা বিভাগ। আর সেই তদন্তে বড়দিনের সকালে গ্রেফতার হল আরও ১ জন। উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে আরও ১ জনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। এই নিয়ে জাল পাসপোর্ট চক্র চালানোর অভিযোগে গত ৩ দিনে গ্রেফতার হলেন ৩ জন।জানা গিয়েছে, বুধবার সকালে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে অভিযান চালিয়ে মোক্তার আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন গোয়েন্দারা। ধৃত ব্যক্তি জাল নথি তৈরির অভিযোগে এর আগেও গ্রেফতার হয়েছিলেন। ধৃতের বাড়ি থেকে প্রচুর প্যান কার্ড ও ডেবিট কার্ড উদ্ধার হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে জাল নথি তৈরির অভিযোগে চুঁচুড়া থেকে গ্রেফতার হয়েছিলেন মোক্তার। তার পর কয়েকমাস জেলবন্দি ছিলেন তিনি। জামিনে মুক্তি পাওয়ার পর সে ফের পুরনো কারবারে নেমে পড়েছে।জাল পাসপোর্ট চক্রের তদন্তে নেমে গত ২৩ ডিসেম্বর বারাসত থেকে সমরেশ বিশ্বাস ও তাঁর ছেলে লিটনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের সিকিওরিটি কন্ট্রোল বিভাগ। তাদের বাড়ি থেকে প্রচুর জাল নথি ও নামের তালিকা পাওয়া গিয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। দিন কয়েক আগেই সমরেশ বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। সেই সমরেশকে জেরা করেই মোক্তারের নাম পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে। ধৃতরা কাকে কাকে জাল পাসপোর্ট ও অন্যান্য নথি বানিয়ে দিয়েছিলেন তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।