সদ্য ব্রিগেড সমাবেশ শেষ হয়েছে। আর তার মধ্যেই চলে এল সুখবর। দীর্ঘ পরাজয়ের মধ্যে এক টুকরো জয়ের খবর এল। হ্যাঁ, সমবায় নির্বাচনে জয়। সমবায় সমিতির মতো নির্বাচনেও সিপিএম হারছিল। অন্যান্য বড় নির্বাচনে তো পরাজয় ছিলই। তার সঙ্গে এই গ্রামবাংলার সমবায় নির্বাচনেও পরাজয়ের মুখ দেখতে হচ্ছিল। সিপিএমের রাজ্য সম্পাদক ব্রিগেড সমাবেশ থেকে বলেছেন, ‘আমাদের এখন একটু নেমে খেলতে হবে।’ সেই নেমে খেলার ফলাফলই বোধহয় এল মুর্শিদাবাদ থেকে। আর এই জয় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
এদিকে মুর্শিদাবাদ জেলার জামাইপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে গেল সিপিএম। আর সেখানে হেরে গিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এটা এখন জোর ধাক্কার সমান। কারণ সব নির্বাচনেই তৃণমূল কংগ্রেস জিতছে। সেখানে এই সমবায় নির্বাচনে হেরে গেল তৃণমূল কংগ্রেস। তাও বেশ বড় ব্যবধানেই। গড়িয়া বোড়ালের সমবায় ব্যাঙ্কের নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিরাটভাবে জিতলেও মুর্শিদাবাদে পরাজয়ের মুখ দেখতে হয়েছে। ঘাসফুল শিবিরের কাছে এটা অস্বস্তির হলেও মেনে নিতে হচ্ছে।
আরও পড়ুন: ভিআইপি রোডে মারাত্মক পথ দুর্ঘটনা, বাসের চাকা পিষে দিল বাইক আরোহীর মাথা, মৃত্যু যুবকের
অন্যদিকে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, জঙ্গিপুর, সামশেরগঞ্জ, সূতি–সহ বেশ কিছু এলাকায় সম্প্রতি হিংসার বাতাবরণ তৈরি হয়েছিল। সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রচার করা হয়। যদিও পুলিশ নামিয়ে পরিস্থিতি ঠাণ্ডা করা থেকে শুরু করে আধা সেনার সঙ্গে যৌথভাবে কাজ করে পুলিশ। আবার ঘরছাড়াদের নিজ নিজ ঘরে ফিরিয়ে আনেন তাঁরা। কিন্তু এখানে জয়ী হয়েছেন সিপিএম এবং কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। রবিবার মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের অমৃতকুন্ডুতে জামাইপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়।