মৃদু হৃদযন্ত্র বিকল হওয়ার জেরে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয় নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে। এখনও তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক। এই আবহে এবার হঠাৎ জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তার দাবি তুললেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে সওয়াল করলেন বিজেপি সাংসদ। কারণ বিজেপি সাংসদের দাবি, তৃণমূল কংগ্রেস পুরোপুরি পার্থ চট্টোপাধ্যায়ের মুখ বন্ধ করে দিতে চায়। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর এবং অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছেন তিনি। এমনকী চিঠি দিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও। তাতে স্কুল সার্ভিস কমিশন তুলে দেওয়ার দাবি জানান বিজেপি সাংসদ।
কিন্তু কেন এমন চিঠি লিখলেন বিজেপি সাংসদ? পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়। এমনকী পার্থ বিরোধী কথাও শোনা গিয়েছে তৃণমূল কংগ্রেস নেতা–নেত্রীদের মুখ থেকে। এমনকী পার্থর জন্য কেউ সহানুভূতি পর্যন্ত দেখায়নি। এই কারণেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠিতে সাংসদ জ্যোতির্ময় লেখেন, ‘এসএসসি মামলায় মূল অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ আছে। রাজ্য সরকার চালিত এসএসকেএম থেকে বেসরকারি হাসপাতালে নিজেকে সরিয়ে নেন উনি। অপরাধের সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেস নেতাদের নিরাপদ আশ্রয়স্থল এসএসকেএম।’
আরও পড়ুন: কুম্ভে যাওয়ার পথেই বাংলার তিন পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু, পথ দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ
বিজেপির এই সাংসদ নানা সময়ে নানা জায়গায় আগে চিঠি পাঠিয়েছেন। এবার চিঠি সরাসরি তিন জায়গায় পাঠিয়ে বসলেন। আর ওই চিঠিতে জ্যোতির্ময়ের বক্তব্য, ‘বিশ্বস্ত সূত্রে আমি খবর পেয়েছি, মামলা যখন নিষ্পত্তির মুখে তখন তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিতে চাইছে। চিরদিনের মতো মুখ বন্ধ করে দিতে চাইছে। এমন গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে পার্থর নিরাপত্তা সুনিশ্চিত করার অনুরোধ জানাচ্ছি আপনাকে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর কোনও ক্ষতি হলে বিচারপ্রক্রিয়ার উপর প্রভাব পড়বে। দুর্নীতির সত্যতা জানতে পারবেন না পশ্চিমবঙ্গের মানুষ। বাংলার স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি। স্কুল সার্ভিস কমিশন পাকাপাকিভাবে তুলে দিন। যোগ্য প্রার্থীদের ন্যায়বিচার দিন। পার্থ চট্টোপাধ্যায়কে নিরাপত্তা দিন।’