আবারও বাংলায় ধর্ষণের অভিযোগ উঠেছে। এবার ঘটনাস্থল বীরভূম। এক গৃহবধূকে রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে ধর্ষণ করার অভিযোগ উঠল। তাও আবার প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ওই যুবক দীর্ঘদিন প্রতিবেশী বৌদির উপর নজর রাখত বলে অভিযোগ। এমনকী কয়েকদিন আগে কুপ্রস্তাব দিয়েছিল বলেও অভিযোগ। যা ওই বধূ প্রত্যাখ্যান করার পাশাপাশি ওই যুবককে হুঁশিয়ারিও দিয়েছিলেন বলে অভিযোগ। তাতে তখনকার মতো ওই যুবক পালিয়ে গেলেও তক্কে তক্কে ছিল। এবার ওই যুবক মদ্যপ অবস্থায় ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠল।
এই গৃহবধূকে ধর্ষণ করার ঘটনাকে ঘিরে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। কীর্ণাহারের ঠিবা পঞ্চায়েত এলাকায় আজ, বুধবার এটাই চর্চিত বিষয় হয়ে উঠেছে। গতকাল মাঝ রাতে ওই গৃহবধূর বাড়িতে ঢুকে লাগাতার ধর্ষণ করেছে প্রতিবেশী বলে অভিযোগ। এমনকী যাতে বধূর চিৎকার বাইরে না যায় তার জন্য মুখ বেঁধে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তারপর সারারাত ধর্ষণ করে সেখান থেকে পালিয়ে যায় প্রতিবেশী যুবক। এই অত্যাচারের জেরে ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়েছেন। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে এই অত্যাচার করা হয়েছে বলে নির্যাতিতা বধূর অভিযোগ।
আরও পড়ুন: কলকাতা মেট্রো নিয়ে এসেছে অ্যাপ, এখন থেকে সমস্ত পরিষেবার টাটকা আপডেট মিলবে
পুলিশ সূত্রে খবর, গত রাতে ওই গৃহবধূ ঘরের মধ্যে একাই ঘুমিয়ে ছিলেন। ওই গৃহবধূর পুলিশকে দেওয়া বয়ান, অভিযুক্ত প্রতিবেশী যুবক মঙ্গলবার মাঝরাতে মদ্যপ অবস্থায় তাঁর ঘরে ঢোকেন। তখন বাড়িতে আর কেউ ছিলেন না। ঘরে ঢুকেই ওই মদ্যপ যুবক দরজায় ছিটকিনি দিয়ে দেয়। আর কিছু বুঝে ওঠার আগেই মুখ বেঁধে দেয় কাপড় দিয়ে। তারপর গৃহবধূকে ওই ঘরের মধ্যেই সারারাত ধর্ষণ করে। এমনকী হুমকি দেয় ওই যুবক কাউকে বললে প্রাণে মেরে দেবে। এই অত্যাচারের পর বেশ অসুস্থ হয়ে পড়েন ওই নির্যাতিতা গৃহবধূ।