জ্যোতিষশাস্ত্র মতে ধন, সমৃদ্ধি, প্রেম আকর্ষণের কারক শুক্র এবার গোচরের পথে। প্রতি ২৬ দিনে শুক্র তার রাশি পরিবর্তন করে থাকে। এই গ্রহের গোচরের প্রভাব সমস্ত রাশিতে পড়ে। আসন্ন সময়ে শুক্র ২ বার রাশি পরিবর্তন করতে চলেছে। শুক্র, কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। আর এই কুম্ভ রাশি হল শনিদেবের রাশি। শনিদেবের রাশিতে শুক্রের প্রবেশের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। দেখা যাক, লাকি কারা।
মেষ
এই সময় বিলাসিতার সুখ এই সময় পাবেন। এই সময় ধন রোজগারের জন্য খুবই ভালো সময়। আপনি ভৌতিক সুখ প্রাপ্তির অধিকারী হবেন এই সময়। সমাজে এই সময় মান সম্মান বাড়বে। পরিবার ও বন্ধুদের সঙ্গে এই সময় ভালো সম্পর্ক থাকবে। এই সময় রোজগারের রাস্তা প্রশস্ত হবে। পরিবারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। কোনও বেড়ানোর ট্রিপে যেতে পারেন। সন্তানের দিক থেকেও কোনও ভালো খবর আসতে পারে। জীবনে কোনও আনন্দ আসতে পারে। ছাত্রদের জন্য এই সময় খুবই লাভদায়ী। স্বাস্থ্য ভালো থাকবে। প্রেম জীবন দারুন দিকে যাবে।
( Bangladesh Education and Mujib: বাংলাদেশের পাঠ্যক্রমে থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে মুজিবরের ইতিহাস? আসছে আমূল বদল)
মিথুন
শুক্রের কুম্ভে প্রবেশের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখবেন। তারমধ্যে অন্যতম হল মিথুন রাশি। বিদেশযাত্রার সুযোগ পাবেন এই সময়। বিদেশে উচ্চ শিক্ষা পেতে পারেন। জীবনে নানান খুশি আসতে পারে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। অবিবাহিতদের বিয়ের কথা পাকা হতে পারে। নিজের লক্ষ্য প্রাপ্তিতে সফল হবেন। আধ্যাত্মের দিকে আপনি ঝুঁকে থাকতে পারেন। কোনও ধার্মিক কাজে আপনি এগিয়ে এসে যোগ দিতে পারেন, যা আপনার সুখের পরিমাণ বাড়াবে। আত্মবিশ্বাস বাড়বে। বিভিন্নভাবে ধনলাভ হতে পারে।