শাস্ত্রে হনুমান জয়ন্তীর বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনটি সঙ্কটমোচন হনুমানের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। হনুমান জয়ন্তী উৎসব হনুমানজির জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। বৈদিক পঞ্জিকা অনুসারে, প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উদযাপনের ঐতিহ্য রয়েছে। বিশ্বাস করা হয় যে, যে ব্যক্তি এই দিনে উপবাস করেন এবং হনুমানজির পুজো করেন, তাঁর সমস্ত ইচ্ছা পূরণ হয়। এছাড়াও, বিশ্বাস করা হয় সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু জানেন কি এই বছর কবে হনুমান জয়ন্তী উদযাপিত হবে? জেনে নিন।
আরও পড়ুন: চন্দ্রের ঘরে মহালক্ষ্মী রাজযোগ, ৩ রাশির শুরু হবে শুভ দিন, ব্যবসায় হবে প্রচুর লাভ
এই বছর হনুমান জয়ন্তী উৎসব ১২ এপ্রিল পালিত হবে। পুজোর তারিখ এবং শুভসময় জেনে নিন।
আরও পড়ুন: আজ শীতলা অষ্টমীতে, চন্দ্রের কৃপায় ৩ রাশির ভাগ্য উজ্জ্বল, আছে অর্থ লাভের যোগ
জ্যোতিষশাস্ত্র অনুসারে, চৈত্র পূর্ণিমা তিথি শুরু হবে চলতি বছরের ১২ এপ্রিল ভোর ৩ টে বেজে ২০ মিনিট থেকে শুরু হয়ে চলবে পরের দিন অর্থাৎ ১৩ এপ্রিল ভোর ৫ টা বেজে ৫২ মিনিট পর্যন্ত। তাই ১২ এপ্রিল হনুমান জয়ন্তী পালিত হবে।
আরও পড়ুন: এই গাছগুলি বাড়িতে আনে নতুন সুযোগ সমৃদ্ধি, কিন্তু সঠিক দিকে না থাকলে হবে উল্টো ফল
হনুমান জয়ন্তীর শুভ মুহূর্ত
সকালের পুজোর শুভ মুহুর্ত ৭ টা বেজে ৩৫ মিনিট থেকে শুরু হয়ে চলবে ৯ টা ১১ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন: সূর্যগ্রহণের দিনে রাহু, শুক্রের সঙ্গে শনির ত্রিগ্রহী যোগ! ভাগ্য খুলছে কুম্ভ সহ ৩ রাশির
সন্ধ্যার পুজোর শুভ মুহুর্ত ৬ টা বেজে ৪৫ মিনিট থেকে রাত ৮ টা বেজে ৮ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন: চৈত্র নবরাত্রিতে হাতির পিঠে চড়ে আসবেন মা দুর্গা, ৪ রাশির উপর থাকবে বিশেষ কৃপা
হনুমান জয়ন্তীর ধর্মীয় তাৎপর্য
হনুমান জয়ন্তীতে যথাযথ ভাবে হনুমানজির পুজো করলে তাঁর আশীর্বাদ লাভ করা যায়। এছাড়াও, জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। এই দিনে হনুমানজীকে ফুল, মালা, সিঁদুর ইত্যাদি উৎসর্গ করার পাশাপাশি বিভিন্ন রকমের মিষ্টি, বেসনের লাড্ডু, তুলসী ইত্যাদি ভোগ হিসেবে নিবেদন করা উচিত। এতে করে হনুমানজি খুশি হন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )