Gouranga Mahaprobhu Rice Ceremony India:দোলের পরের দিন হয় মহাপ্রভুর অন্নপ্রাশন উৎসব, সারা নবদ্বীপ মেতে ওঠে উৎসবে
1 মিনিটে পড়ুন Updated: 13 Mar 2025, 11:26 AM IST-
ঐদিন সন্ধ্যায় হয় মহাপ্রসাদ বিতরণ। অবদূতের স্নান পর্বের সঙ্গে ১৪ মাদল পরিক্রমার মধ্যে দিয়ে শেষ হবে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উদযাপনের এই উৎসব। অভিষেক অনুষ্ঠানের আয়োজন মায়াপুর ইসকন মন্দিরেও হয়। এখানে দেশ-বিদেশ থেকে ভক্ত গণ আসেন এবং প্রভুর মূর্তিতে জল পুষ্পাঞ্জলি দিয়ে অভিষেক করেন।
শ্রী মহাপ্রভুর জীবন কালেই মূলত বিষ্ণুপ্রিয়া দেবী বংশী বদন ঠাকুরের সহায়তায় নবদ্বীপে নিযোগ গৃহে নির্মাণ করেছিলেন শ্রী মহাপ্রভুর বিগ্রহ। এই দিন সেই বিগ্রহেরই পুজো হয়। প্রথমে হয় নামকরণ তারপরে হয় চূড়াকরণের অনুষ্ঠান। এই নামকরণের অনুষ্ঠান হয় প্রতীকী ভাবে। মহাপ্রভুর ছোটবেলায় তার দাদা মশাই নাম রেখেছিলেন বিশ্বম্ভর। প্রতিকী নামকরণ এর অনুষ্ঠান করা হয় তারপরে সবশেষে হয় ভোগ নিবেদন।
আজকের রাশিফল